Posts

Showing posts from May, 2020

১৬মে পর্যন্ত বাড়ছে সরকারি ছুটি

Image
আগামী ১৬ মে পর্যন্ত বাড়তে পারে সরকারি ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলে প্রজ্ঞাপন জারি করা হবে। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে, পাঁচ দফা বেড়েছিলো সরকারি ছুটি। সূত্র জানায়, অন্তত ৭ দিনের ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখছে সরকার। এর দুইদিন পরই আবার সাপ্তাহিক শুক্র-শনিবারের ছুটি এসে যায়। এ কারণে ছুটি বাড়িয়ে সাত দিনের জায়গায় ৯ দিনও হতে পারে। এতে পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ মে পর্যন্ত ছুটি মিলবে। উল্লেখ্য, করোনার কারণে গত ২৬ মার্চ থেকে ৬ মে পর্যন্ত টানা সরকারি ছুটি চলছে।

করোনা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে গাজীপুরে , নতুন হটস্পট

Image
করোনাভাইরাসের নতুন হটস্পট গাজীপুর। জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত ৩৩৩ জনের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। আইসোলেশনে রাখা হয়েছে ১৫ জনকে এবং গত ২৪ ঘণ্টায় ৭ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৮২ জন। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৮ জনের। নমুনা সংগ্রহ করতে গিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকসহ ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও জেলা ও মেট্রোপলিটন পুলিশের ৫২ জন সদস্য করোনায় আক্রান্ত রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় আছে।

নরসিংদীতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

Image
নরসিংদীতে তিন সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল আলম বাদী হয়ে পলাশ থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৪৫), একই পত্রিকার স্টাফ রিপোর্টার শান্ত বণিক (৩৫) ও অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিন (৩২)। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল দুপুর ১২টার দিকে মামলার বাদী তার ফেসবুক আইডিতে ঢুকে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার অনলাইন সংস্করণে ‘ঘোড়াশালে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা পুলিশের’ শিরোনামে একটি এবং নরসিংদী প্রতিদিনে ‘ঘোড়াশাল ফাঁড়িতে নেয়ার পর মৃত্যু, অভিযোগ পিটিয়ে হত্যা করেছে পুলিশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটোতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ও মামলার বাদী জহিরুল আলমের বরাত দিয়ে একটি বক্তব্য প্রকাশ করা হয়। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে মুঠোফোন কিংবা সরাসরি ওই...

কোনো জেলায় কতজন আক্রান্ত!

Image
আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকা’সহ মোট ৬৩ জেলায় রোগী শনাক্ত হয়েছে। ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ ৯৬৬ জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ৩২২। এছাড়া কিশোরগঞ্জে ২০১ ও নরসিংদীতে ১৫১। বন্দর নগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। কুমিল্লায় ৯৯ ও ব্রাহ্মণবাড়িয়াতে ৪৩ জন। এদিকে, পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৩৩৪। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ২৬৯; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ১৪৫ ও জামালপুরে ৬৬ জন। যশোর জেলাতে আক্রান্ত ৬৩ জন, আর খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১৪৭। রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ১৩১। বিভাগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ৩৮ জন রংপুরে। দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত ১২৩, এরমধ্যে বরিশালেই ৪০ ও বরগুনাতে ৩৩ জন। সিলেট বিভাগে আক্রান্ত ১১৪, এর মধ্যে হবিগঞ্জে আক্রান্ত ৫৫ জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ১১১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।

২৪ ঘণ্টায় সাভারে নতুন ৭জন করোনা ভাইরাসে আক্রান্ত,৬জন্যই গার্মেন্টস কর্মী

Image
সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জনই পোশাক শ্রমিক। এনিয়ে সাভার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। শুক্রবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের নমুনা সংগ্রহে পরীক্ষার জন্য পাঠানো হলে মোট ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৬ জনই পোশাক শ্রমিক। আক্রান্ত শ্রমিকদের সাথে যোগাযোগ করে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। সেইসাথে তাদের কর্মস্থলগুলো চিহ্নিত করার চেষ্টাও চালানো হচ্ছে। এদিকে গতকাল সাভার উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশপথগুলো বন্ধের অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ডা. সায়েমুল হুদা। তার আশঙ্কা সত্যি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সামনের দিন গুলোতে থাকবে আরও ঝুঁকিতে। আবেদনের বিষয়ে ডাঃ সায়েমুল হুদা বলেন, উপজেলা স্বাস্থ্য ...

দেশে এই প্রথম কোনো সাংসদ করোনা আক্রান্ত

Image
বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত সেই সংসদ সদস্য নওগাঁর একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। আক্রান্ত সেই সংসদ সদস্য বর্তমানে ন্যামে তার জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে আছেন বলে জানা গেছে। তিনি বিগত সংসদে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্বে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে আক্রান্ত সংসদ সদস্যের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আক্রান্ত সংসদ সদস্যের জ্বর হওয়ায় তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন। জানা গেছে, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো বড় উপসর্গ নেই। তার শারীরিক অবস্থা ভালো। কীভাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।

কুড়িগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন, আটক ৫

Image
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এই অভিযোগে এলাকাবাসী বাড়ি ঘেরাও করে মৃতের স্বামীসহ পরিবারের ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা মাদারেরকুটি গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মাস আগে ওই গ্রামের শের আলীর মেয়ে শারমীন আক্তার (২২) এর সাথে বিয়ে হয় প্রতিবেশি আবুল কাশেমের ছেলে দুলাল হোসেন (৩০)এর সাথে। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে বিভিন্ন সময় স্বামী ও তার পরিবারের লোকজন মেয়েটিকে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। নিহত গৃহবধূ বাবা-মায়ের দিকে তাকিয়ে নিরবে সহ্য করে। এরমধ্যে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সে বাড়ির পাশে খড়ি কাটছিল। এসময় তার সাথে যৌতুকের টাকা পরিশোধ নিয়ে ননদ ফাতেমা (২৮) এবং কুলছুম (২৪) এর ঝগড়া- বিবাদ হয়। এটা শুনে শারমিনের চাচা আব্দুল হানিফ (৬০) ঘটনাস্থলে গিয়ে তাকে বাবার বাড়ি নিয়ে যেতে চান। শারমিনও চাচার সাথে যেতে চাইলে স্বামী ও পরিবারের লোকজন জোর করে শারমিনকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এর প্রায় ঘন্টা দেড়েক পর শারমীনের শশুর বাড়ির ল...

কুড়িগ্রামে একদিনই ৭জন আক্রান্ত করোনা ভাইরাসে

Image
মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হলেন। সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, ৭ জনের মধ্যে রাজারহাটে ৩ জন, কুড়িগ্রাম সদরে ২ জন, চিলমারী ও উলিপুরে একজন রয়েছেন। আক্রান্তের মধ্যে চিলমারী ও উলিপুরে ২ জন হোম আইসোলেশনে এবং বাকীরা স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

করোনায় ২৪ ঘণ্টায় ২জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৭১ - স্বাস্থ্য অধিদপ্তর

Image
দেশে গত ২৪ ঘণ্টায় ৫৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ২৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৯৮ টি এবং পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৭৩ টি। আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।