১৬মে পর্যন্ত বাড়ছে সরকারি ছুটি
আগামী ১৬ মে পর্যন্ত বাড়তে পারে সরকারি ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলে প্রজ্ঞাপন জারি করা হবে। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে, পাঁচ দফা বেড়েছিলো সরকারি ছুটি।
সূত্র জানায়, অন্তত ৭ দিনের ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখছে সরকার। এর দুইদিন পরই আবার সাপ্তাহিক শুক্র-শনিবারের ছুটি এসে যায়। এ কারণে ছুটি বাড়িয়ে সাত দিনের জায়গায় ৯ দিনও হতে পারে। এতে পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ মে পর্যন্ত ছুটি মিলবে।
উল্লেখ্য, করোনার কারণে গত ২৬ মার্চ থেকে ৬ মে পর্যন্ত টানা সরকারি ছুটি চলছে।
Comments
Post a Comment