Posts

Showing posts from April, 2020

আজকে মহান মে দিবস

Image
আজ ১লা মে,শ্রমিক দিবস, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন। বিগত বছরের তুলনায় এবার মে দিবস পালিত হচ্ছে ভিন্ন ভাবে। করোনা সংক্রমণ ঠেকাতে সভা-সমাবেশ হবে না কোথাও। করোনা পরিস্থিতিতে শ্রমিকদের অবস্থা এখন আরো খারাপ। কয়েকদিন আগেও দেখা গেছে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাস্তায় নামতে। পোশাকশিল্পের কর্মপরিবেশ এখন অনেকটা ভালো হলেও এই শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি রয়ে গেছে নিম্ন পর্যায়ে। ভিন্ন অবস্থা নয় অন্য খাতের শ্রমকিদেরও। স্বল্প মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, কাজের পরিবেশ সহ অনেক বিষয়েই তারা বৈষম্যের স্বীকার। দেশের শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা পাবেন এটাই মে দিবসে সকলের প্রত্যাশা। এদিকে দিবসটি উপলক্ষে, মালিক-শ্রমিকের সুসর্ম্পক বজায়ে রেখে আরো উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপযুক্ত মজুরি আর দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করে ওই শহরের হে মার্কেটের শ্রমিকরা। কিন্তু আন্দোলনরত শ্রমিকদের দমাতে মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে ১১ শ্রমিক নিহত হন। আহত ও গ্রেফতার হন আরও বহু শ্রমিক। পরে প্রহসনমূলক বিচারের...

জুতার বাক্সে মিললো ২০০ গোখরা

Image
এক মাস দোকান বন্ধ, লালমনিরহাটে জুতার বক্সে মিলল ২০০ গোখরা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে জুতার দোকান পরিষ্কার করতে গিয়ে ২০০টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বড়খাতা বাজার রেল গেট এলাকায় সাফল্য সু-স্টোরের জুতার বক্স থেকে সাপের বাচ্চাগুলো বেড়িয়ে আসে। দোকানের মালিক বাদশা মিয়া বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় এক মাস দোকান বন্ধ ছিল। তাই বৃহস্পতিবার দুপুরে দোকান পরিষ্কার করতে যাই। এ সময় দোকানের ভেতরের জুতার বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত গোখরা সাপ দেখতে পাই। পরে একে একে জুতার বক্সগুলো খুললে সাপের বাচ্চা বের হতে শুরু করে। এ সময় উপস্থিত ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা লাঠি দিয়ে সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেন। দোকান থেকে ২০০টি গোখরা সাপের বাচ্চা বের করে মেরে ফেলা হয়েছে। এ বিষয়ে বড়খাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য আব্দুর সাত্তার বলেন, ওই দোকানে আরও সাপ থাকতে পারে। তাই দোকানের মালিক বাদশাকে সব কিছু পরিস্কার করে দোকানটি খুলতে বলা হয়েছে।

কিট মূল্যায়নের অনুমতি পেল গণস্বাস্থ্য

Image
পাল্টাপাল্টি অবস্থান ও বক্তব্যের পর গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিট তৃতীয় পক্ষের মাধ্যমে মূল্যায়নের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। বৃহস্পতিবার অধিদফতরের পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়ে অনুমতির বিষয়টি জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবি’র যেকোনো একটিতে ‘থার্ড পার্টি ইভ্যালুয়েশন’র অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী যমুনা নিউজকে বলেন, আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। এটা একটা ভালো খবর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবির যেকোনো একটিতে পরীক্ষা করার কথা বলেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রায় ৫০০ কিট পরীক্ষা করে দেখবে বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেন, এর আগে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) ৮০০ কিট নিয়ে গেছে পরীক্ষার জন্য। অধিদফতর ইতোমধ্যে বিএসএমএমইউর উপাচার্যকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে বলেও জানান ডা. জাফরুল্লাহ। কিট পরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআ...

কুড়িগ্রামে মেস মালিকদের সাথে পুলিশের বৈঠক

Image
মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও স্থবির অবস্থা। গত ২৭মার্চ থেকে সারাদেশে সরকার ঘোষিত লকডাউন চলছে । দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবেলায়।তাই মেসে অবস্থানকারী সকল ছাত্র ছাত্রী বাসায় ফিরেছে। বর্তমান পরিস্থিতির কারণে মেস ভাড়া মওকুফ বা মানবিক দিক বিবেচনার জন্য অনেকে গত কয়েকদিনে পুলিশ সুপার , কুড়িগ্রাম পেজে বিভিন্ন মেসেজ দিয়েছিল। তারই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে  কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান গতকাল সদর থানা এলাকার মেস মালিকদের সাথে নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ছাত্র-ছাত্রীদের মেসের ভাড়া ও অন্যান্য বিষয়ে মানবিক দিক বিবেচনা করে পরিচালনা করার জন্য পুলিশ সুপার এর নির্দেশনার কথা তাদেরকে জানান। বৈঠকে উপস্থিত মেস মালিকরা ছাত্র-ছাত্রীদের ভাড়া এবং অন্য বিষয়ে মানবিক দিক বিবেচনা করার বিষয়ে সম্মত হন। উল্লেখ্য যে, পুলিশ সুপার, কুড়িগ্রাম পেজে অত্র এলাকার নাগরিকদের  মেসেজের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা হয়। [...

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন নাটোর জেলা

Image
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ও প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে এই লকডাউন কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, গত দুই দিনে নাটোরে একজন চিকিৎসক, একজন নার্সসহ মোট ৯ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মুক্ত রাখতে ও করোনা প্রতিরোধ করতে জেলাকে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, লকডাউন চলাকালে জেলার সড়ক পথ ও নদী পথে জেলায় আগমন-বহির্গমন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আন্তউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশ বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও পণ্যবাহী গা ড়ী

করোনায় মৃত ৫ জনের বিষয়ে যা জানানো হয়েছে

Image
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৫ জন মৃতের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। নতুন করে মারা যাওয়া ২ জনের বয়সই ষাটের ওপর এবং ৩ জনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৭ হাজার ৬৬৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৬২৬ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৯৬৫ টি।

কুড়িগ্রামে ত্রাণের চাল চোর এবং অনিয়মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না - পুলিশ সুপার

Image
কুড়িগ্রামে ত্রাণের চাল চোর, আত্মসাৎকারী এবং বিতরণে অনিয়মকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। পুলিশ সুপার বলেন, করোনাভাইরাসের কারণে সরকার অসহায়, কর্মহীন ও দরিদ্রদের জন্য ত্রাণ দিচ্ছেন। কিন্তু এক ধরনের অসাধু ব্যবসায়ী ও কতিপয় জনপ্রতিনিধি ক্ষমতার দাপট দেখিয়ে তা চুরি ও আত্মসাৎ করছেন। এসব চোর ও আত্মসাৎকারীদের ধরতে জেলা পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো বলেন, চোর ও আত্মসাৎকারীরা যত বড় প্রভাবশালীই হোক, আর যে কোন দলেরই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ বিষয়ে প্রত্যেক থানা-পুলিশকে নির্দেশেনা দেয়া হয়েছে। ত্রাণের চাল চুরির সাথে জড়িতরা অমানুষ। এদের বিষয়ে কোন তথ্য থাকলে সরাসরি আমাকে (পুলিশ সুপার) জানান। অথবা ৯৯৯ এ ফোন করে জানান।

নারায়ণগঞ্জে ৪ র‌্যাব কর্মকর্তাসহ ১৭ জনের করোনা শনাক্ত

Image
করোনাভাইরাস সংক্রমণের হটস্পট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১–এর চার কর্মকর্তাসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, রাজারবাগ পুলিশ লাইন্সে ৫ জন ও শহরের খানপুরে অবস্থিত ৩ শ' শয্যা করোনা আইসোলেশন হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১–এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ১৭ জনকে ব্যাটালিয়ন থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।

চলে গেলেন ঋষি কাপুর

Image
একদিনের ব্যবধানে বলিউডে আবার বড় ধাক্কা। আজ সকালে বিদায় নিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। ৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছিলেন। বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন।