কুড়িগ্রামে ত্রাণের চাল চোর এবং অনিয়মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না - পুলিশ সুপার

কুড়িগ্রামে ত্রাণের চাল চোর, আত্মসাৎকারী এবং বিতরণে অনিয়মকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

পুলিশ সুপার বলেন, করোনাভাইরাসের কারণে সরকার অসহায়, কর্মহীন ও দরিদ্রদের জন্য ত্রাণ দিচ্ছেন। কিন্তু এক ধরনের অসাধু ব্যবসায়ী ও কতিপয় জনপ্রতিনিধি ক্ষমতার দাপট দেখিয়ে তা চুরি ও আত্মসাৎ করছেন। এসব চোর ও আত্মসাৎকারীদের ধরতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরো বলেন, চোর ও আত্মসাৎকারীরা যত বড় প্রভাবশালীই হোক, আর যে কোন দলেরই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ বিষয়ে প্রত্যেক থানা-পুলিশকে নির্দেশেনা দেয়া হয়েছে। ত্রাণের চাল চুরির সাথে জড়িতরা অমানুষ। এদের বিষয়ে কোন তথ্য থাকলে সরাসরি আমাকে (পুলিশ সুপার) জানান। অথবা ৯৯৯ এ ফোন করে জানান।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে ৪ র‌্যাব কর্মকর্তাসহ ১৭ জনের করোনা শনাক্ত

কিট মূল্যায়নের অনুমতি পেল গণস্বাস্থ্য

চলে গেলেন ঋষি কাপুর