করোনায় মৃত ৫ জনের বিষয়ে যা জানানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫ জন মৃতের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী।

নতুন করে মারা যাওয়া ২ জনের বয়সই ষাটের ওপর এবং ৩ জনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৭ হাজার ৬৬৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৬২৬ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৯৬৫ টি।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে ৪ র‌্যাব কর্মকর্তাসহ ১৭ জনের করোনা শনাক্ত

কিট মূল্যায়নের অনুমতি পেল গণস্বাস্থ্য

চলে গেলেন ঋষি কাপুর